01534-545945
ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার জন্য জানতে হয় সব ডিজিটাল টুলস্ এর ব্যবহার । বর্তমান যুগে গতানুগতিক শিক্ষা এর থেকে বেশি চাহিদা সম্পূর্ন শিক্ষা হলো দক্ষতা অর্জন করা। আপনি বিষয়ে পড়াশুনা করেছেন এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন বিষয়ে স্কিল( দক্ষ) । তাই আপনি গতানুগতিক শিক্ষা অর্জনের থেকে দক্ষ জনশক্তি হিসাবে কাজ করলে আরো স্বাচ্ছন্দে চলতে পারবেন । আমরা সবাই একটিভ ইনকামের পাশাপাশি চাই যদি আমার কোন প্যাসিভ ইনকাম থাকে । আর এর জন্য সবার আগে আপনাকে কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে । চাকরির বাজারে বর্তমানে সব চেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ দক্ষতা গুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং,ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট,গ্রাফিক ডিজাইন ইত্যাদি। এমন কি আপনি যদি আপনি কম্পিউটার বেসিক ডকুমেন্ট,এক্সেল ইত্যাদি না জানেন আপনার জন্য চাকরির বাজারে হতাশা ছাড়া আর কিছু্ নেই । তাই আপনাকে কোন একটি বিষয়ে দক্ষ হতে হবে । আমাদের লক্ষ বেকার মুক্ত সমাজ গড়া এবং আপনাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা ।
আমি ঈমাম হোসেন রুবেল (CEO) রায়হান্স আইসিটি । ক্যারিয়ার ডেভলপমেন্ট প্রজেক্ট আমাদের একটি ড্রিম প্রজেক্ট। আমাদের লক্ষ্য 2023 সালের মধ্যে ১০০০জন শিক্ষিত বেকারকে দক্ষ্য জনশক্তিতে তৈরি করা । তারই ধারাবাহিকতায় ৫০০ জন শিক্ষিত বেকার / শিক্ষার্থী নিয়ে শুরু করছি ক্যারিয়ার ডেভলপমেন্ট প্রজেক্ট । যেখানে একজন শিক্ষার্থী ৬ মাস মেয়াদি কোর্সে অংশগ্রহন করলে পাবে নিশ্চিত চাকরির সুযোগ। আমরা অঙ্গীকারবদ্ধ। আপনি তৈরি তো?