01534-545945

  • 1,120 views
  • Aug 17 , 2020

কেন শিখবেন গ্রাফিক্স ডিজাইন? দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত

উচ্চ মাধ্যমিক শেষ করার পরে আপনার জন্য খোলা রয়েছে অনেকগুলো প্রফেশন বেছে নেয়ার। আর একটি সৃজনশীল প্রফেশন হিসেবে গ্রাফিক্স ডিজাইন তাদের মধ্যে অন্যতম। এটি বাংলাদেশ তো বটেই পৃথিবীর বিভিন্ন দেশে বেশ প্রচলিত। তাই এর ওপর কোর্স করার পর আপনার ভালো একটি চাকরির সুযোগ অনেক বেশি।

এখনকার সময়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেমন, ওয়েব ডিজাইনিং কোম্পানি, এডভার্টাইসিং এবং মার্কেটিং কোম্পানি, Game Development কোম্পানি, Application Development এবং এরকমই আরো অনেক জাতীয় এবং আন্তর্জাতিক কোম্পানি রয়েছে, যেগুলিতে গ্রাফিক্স ডিজাইনারদের প্রয়োজন হয়। এছাড়া দেশীয় গার্মেন্টস শিল্পেও গ্রাফিক্স ডিজাইনারদের রয়েছে ব্যপক চাহিদা।

অথচ, চাহিদার তুলনায় অনেক কম শিক্ষার্থীরাই গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার সমৃদ্ধির কথা ভাবেন। আর তাই সৃজনশীল ও স্বাধীন এ প্রফেশনে দক্ষ লোকের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। ফলে দেশের তরুণদের জন্য এই সেক্টরটি কাজ করার অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

লেখক ঃ সারজান ফারাবি