গ্রাফিক্স ডিজাইনারদের বর্তমান চাহিদা কেমন?
আপনি হয়তো আগেই জেনেছেন, আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই Arts, Commerce, Science, Doctor এবং Engineering ছাড়া অন্য কোন পেশার কথা খুব একটা ভাবে না। আর এ জন্য অন্যান্য প্রাতিষ্ঠানিকভাবে গ্রাফিক্স ডিজাইনিং শিখছে এমন শিক্ষার্থীদের সংখ্যা হাতে গোণা অল্প কিছু। তবে নিজের প্রচেষ্টায় শিখছে, এমন শিক্ষার্থীদের সংখ্যা নেহাতই কম নয়।
যেহেতু প্রয়োজনের তুলনায় খুব বেশি দক্ষ লোক নেই, তাই এই বিষয়ে দক্ষতা থাকা লোকেদের চাহিদা অনেক পরিমাণেই বাড়ছে। শুধু বিদেশেই নয়, আমাদের দেশেই এমন অনেক কোম্পানি রয়েছে, যেখানে Product Marketing, Promotion, Product Design বা অন্যান্য অনেক ক্ষেত্রে একজন গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন। কিন্তু এই বিষয়ে ডিগ্রি, যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা কম থাকার কারণে সবাই এ পেশায় নিজেকে যুক্ত করতে পারছে না।
সুতরাং চাহিদার কথা যদি বলতেই হয়, তাহলে বলবো এই শিল্প যা শিখে আপনি এক উজ্জ্বল ভবিষৎ বানিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার সফলতা আপনারই হাতে। আপনি কতটা দক্ষতা সহকারে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, আপনার আগ্রহ কতটা এবং পরিশেষে আপনি আপনার দক্ষতা কাজের ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারছেন তার ওপরই নির্ভর করছে আপনার সফল হওয়া।
প্রিয় পাঠক, কোর্সটিকায় আপনি কোন বিষয়ে লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন।
লেখক ঃ সারজান ফারাবি